Categories
Uncategorized

KN-95 মাস্ক রেডার পক্ষ থেকে রাজশাহী মেট্রাপলিটন পুলিশ কমিশনার এর হাতে তুলে দেন

রাজশাহীতে করোনার অতিমাত্রায় প্রাদুর্ভাবের কারণে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন রাজশাহী রেডার পক্ষ থেকে রাজশাহী মেট্রাপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দীকের হাতে KN-95 মাস্ক তুলে দেন রেডার সাধারণ সম্পাদক এবং আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান কাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন রেডার সাংগঠনিক সম্পাদক জনাব মেসবাউল বারী সওদাগর।