দিন শেষে সবাই শান্তির নীড়ে ফিরে আসতে চান, পছন্দ করেন শান্তিময় পরিবেশ। গ্রাহকদের স্বপ্নের সেই ঠিকানা গড়ে দিতে এখন রয়েছে অসংখ্য আবাসন প্রতিষ্ঠান সকলের কাছে যা রিয়েল এস্টেট কোম্পানি নামে বেশি পরিচিত। রাজশাহী নগরীতেও এখন গড়ে উঠেছে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি। সিল্কসিটিতে এরকম যে প্রতিষ্ঠানটির কথা প্রথমে মাথায় আসে সেটি “আল-আকসা ডেভলপারস প্রা:লি:”। সঠিক সময়ের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করে গ্রাহক কে প্রজেক্ট হস্তান্তর। প্রজেক্ট কোয়ানটিটি বৃদ্ধি নয় কোয়ালিটি মেইনটেইনই আল-আকসার মূল লক্ষ্য। উদ্যোক্তা কথন এ আজ শুনুন আল-আকসা ডেভলপারস প্রা.লি. এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজীর সফলতার গল্প।